ক্যাটাগরি

আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী নিহত

তার নাম নুর আহমদ (৪২), বাড়ি চট্টগ্রামের পাঁচলাইশ থানার চাঁদগাও মোহাম্মদপুর এলাকায়।

নিহতের বন্ধু আরেক প্রবাসী ওসমান গনি আকাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় বিদা যায়েদ মিলিটারি ক্যাম্পের কাছে কাজ শেষে নিজে গাড়ি চালিয়ে ফিরছিলেন নূর। সানাইয়া এলাকায় আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে মরুভূমিতে উল্টে যায় তার গাড়ি। এতে তার মৃত্যু হয়।

নুর আহমদ প্রায় ১৫ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে কাজ করার পর বছর খানেক আগে নিজে একটি মোটর ওয়ার্কশপ প্রতিষ্ঠান খুলেছিলেন।

ওমরাহ পালন করতে ৬ মাস আগে তিনি তার স্ত্রী, সন্তান ও মাকে আমিরাতে নিয়ে এসেছিলেন। তার ৮ বছরের এক ছেলে এবং ৬ বছরের এক মেয়ে আছে।

নুর আহমদের লাশ বর্তমানে আবুধাবির বানিয়াস হিমঘরে রাখা আছে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!