নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইমায়েদুল জাহেদী হাসান জানান, শনিবার সকাল ১০টার দিকে আমিরগঞ্জ রেলওয়ে স্টেশনের কাছের ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নেত্রকোণা জেলার আনিছ মিয়া (২০), শাহিন মিয়া (২৫) ও সুজাত হোসেন (২৩)।
আহতরা হলেন পিকআপের চালক ইকবাল হোসেন (২৪), আরোহী মো. শাহজাহান মিয়া (২০) ও আব্দুল জলিল (২০)। তাদের নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এসআই জাহেদী জানান, সিলেট থেকে ঢাকামুখী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন সকাল ১০টার দিকে লেভেল ক্রসিংয়ে একটি পিকআপ ভ্যানকে ধাক্কা দেয়।
“এতে ঘটনাস্থলে পিকআপ ভ্যানের দুই আরোহী নিহত হন। নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পর মারা যান আরেকজন।”
স্থানীয়রা জানান, রায়পুরা উপজেলার রাধাগঞ্জ বাজার থেকে মোবাইল ফোন কোম্পানির টাওয়ারে কাজ শেষে পিকাপে করে কয়েকজন রায়পুরা-নরসিংদী আঞ্চলিক সড়কের পাশে হাসনাবাদ বাজার রেলক্রসিং দিয়ে যাচ্ছিলেন। ক্রসিং পার হওয়ার সময় জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি পিকআপ ভ্যানটিকে ধাক্কা দিলে তা দুমড়ে-মুচড়ে যায়।