রোববার দুপুরে ফায়ার সার্ভিসের উপ-পরিচালক
শাহজাহান সিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
তিনি বলেন, ফায়ার সার্ভিসের পরিচালক (প্রশিক্ষণ,
পরিকল্পনা ও উন্নয়ন) লেফটেন্যান্ট কর্নেল মো. রেজাউল করিমকে প্রধান এবং চট্টগ্রাম বিভাগের
উপপরিচালক মো. আনিছুর রহমানকে সদস্য সচিব করে গঠিত এ কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে
প্রতিবেদন দিতে বলা হয়েছে।
সীতাকুণ্ডে কদমরসুল এলাকায় ওই কন্টেইনার
টার্মিনালে শনিবার রাত সাড়ে ৯টার দিকে আগুন লাগে। সেখানে রাসায়নিকের কন্টেইনারে একের
পর এক বিকট বিস্ফোরণ ঘটতে থাকলে বহু দূর পর্যন্ত কেঁপে ওঠে।
অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে এ পর্যন্ত ৪১ জনের
মৃত্যু হয়েছে; দগ্ধ ও আহত দুই শতাধিক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ডিপোতে রাসায়নিক থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ
পেতে হয়েছে বলে জানান চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আনিছুর।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কেমিকেল
বিস্ফোরক বিশেষজ্ঞদের ১৪ জনের একটি দল ঢাকা থেকে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন।
আরও খবর
সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে আগুন, বিস্ফোরণ: মৃত্যু বেড়ে ৪১