ক্যাটাগরি

কংগ্রেস অবমাননায় অভিযুক্ত ট্রাম্পের আরেক সহযোগী

পিটার নাভারো হলেন সাবেক মার্কিন
প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দ্বিতীয় সহযোগী যিনি ক্যাপিটলের দাঙ্গা নিয়ে তদন্তকারী
কংগ্রেসনাল কমিটির কাছে হাজিরা না দেওয়ায় গ্রেপ্তার হলেন।

৭২ বছর বয়সী নাভারো পরে আদালতে এফবিআই ও
কৌঁসুলিদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ করেন বলে জানিয়েছে বিবিসি।

ক্যাপিটলে দাঙ্গার তদন্ত নিয়ে কংগ্রেসনাল
কমিটি টেলিভিশনে সম্প্রচারিত শুনানি শুরু করার সপ্তাহখানেক আগে নাভারোর বিরুদ্ধে
কংগ্রেস অবমাননার এ আনুষ্ঠানিক অভিযোগ আনা হল।

দাঙ্গার ঘটনার তদন্তে ৭ ডেমোক্র্যাট আর ২
রিপাবলিকানকে নিয়ে গঠিত প্রতিনিধি পরিষদের প্যানেল হাজারেরও বেশি সাক্ষীর কথা
শুনেছে।

কংগ্রেসনাল কমিটির পরোয়ানা উপেক্ষা করায়
গত বছরের নভেম্বরে ট্রাম্পের আরেক সাবেক সহযোগী স্টিভ ব্যাননের বিরুদ্ধেও কংগ্রেস
অবমাননার আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছিল।

নাভারোর বিরুদ্ধে ২০২১ সালের ৬ জানুয়ারি
ক্যাপিটলে দাঙ্গার ঘটনার তদন্তে গঠিত কমিটির কাছে সাক্ষ্য বা নথি সরবরাহে
অস্বীকৃতি জানানোর অভিযোগ অনা হয়েছে।

দায়িত্বে থাকাকালে নাভারো ট্রাম্পকে
বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন বিষয়ে পরামর্শ দিতেন, তিনি ট্রাম্প প্রশাসনের কোভিড
টাস্ক ফোর্সেও ছিলেন।

কংগ্রেস অবমাননায় দোষী সাব্যস্ত হলে তার
সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড কিংবা বড় অংকের জরিমানা হতে পারে।

টেনেসির ন্যাশভিলে যেতে বিমানে ওঠার আগে
শুক্রবার ওয়াশিংটনের একটি বিমানবন্দর থেকে এফবিআইয়ের কর্মকর্তারা তাকে যেভাবে আটক
করেছেন, তার প্রতিবাদ জানিয়েছেন নাভারো।

গ্রেপ্তারের পরে তার হাতে হাতকড়া ও পায়ে
লোহার বেড়ি পরানো হয়েছিল বলে তিনি অভিযোগও করেছেন, জানিয়েছে ফক্স নিউজ।

“এরা কারা? এটা যুক্তরাষ্ট্র নয়। আমি চার
বছর গুরুত্বপূর্ণ সরকারি দায়িত্বে ছিলাম,” আদালতে তাকে গ্রেপ্তার করা কর্মকর্তাদের অসদাচরণের
প্রসঙ্গ ‍তুলে অর্থনীতির সাবেক এ অধ্যাপক এমনটাই বলেন বলে জানিয়েছে নিউ
ইয়র্কভিত্তিক একটি বার্তা সংস্থাও।

প্রতিনিধি পরিষদের ওই তদন্তকারী প্যানেল
ট্রাম্পের সাবেক ডেপুটি চিফ অব স্টাফ ড্যান স্ক্যাভিনো ও হোয়াইট হাউসের চিফ অব
স্টাফ মার্ক মিডৌজের বিরুদ্ধেও কংগ্রেস অবমাননার অভিযোগ আনার পরামর্শ দিয়েছিল। তবে
মার্কিন বিচার বিভাগ তাতে সাড়া দেয়নি।

ট্রাম্প ডেমোক্র্যাট নেতৃত্বাধীন এই
তদন্তকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ অ্যাখ্যা দিয়ে এতে সহযোগিতা না করতে তার
সাবেক সহযোগীদের অনুরোধ করেছেন।