ক্যাটাগরি

জনগণের ‘গলা কাটতে’ গ্যাসের দাম বৃদ্ধি: রিজভী

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে রোববার এক আলোচনা সভায় তিনি বলেন, “জনগণের
গলা কাটার জন্যই সরকার গ্যাসের দাম বৃদ্ধি করছে…।”

রিজভীর ভাষায়, “তাদের (ক্ষমতাসীনদের) চুরি করা টাকা মেকআপ করতে
আজকে নিম্ন আয়ের মানুষকে ধবংসের দ্বারপ্রান্তে ঠেলে দেওয়া হচ্ছে। গ্যাসের দামি
বৃদ্ধি করার পাঁয়তারা করছে, কয়েক দিন আগে বিদ্যুতের দাম বৃদ্ধি করেছে তারা।
উদ্দেশ্য একটাই, লুটপাট করা।”

জনগণের মধ্যে আহাজারি চলছে মন্তব্য করে রিজভী বলেন, “তারা
বাজারে গিয়ে তেল পাচ্ছে না…।এক ধরনের একটা মার্সিয়া, এক ধরনের চাপা কান্না
মানুষের মধ্যে চলছে, প্রবাহিত হচ্ছে। কারণ এত কষ্টের মধ্যে তারা দিনাতিপাত
করছে।”

পদ্মা সেতু উদ্বোধনের আয়োজন নিয়ে রিজভী
বলেন,প্রধানমন্ত্রী ৬৪ জেলায়
উৎসব করবেন পদ্মাসেতু উদ্বোধনের দিনে। এই পদ্মা সেতুর উদ্বোধনের দিনে উনার মনের
মধ্যে উৎসব থাকতে পারে।

“কিন্তু কোটি কোটি মানুষের হৃদয়ের মধ্যে, তার পেটের মধ্যে যে
হাবিয়া দোজখের আগুন চলছে, সেটা প্রধানমন্ত্রী টের পাননি। কারণ তার সন্তান-সন্ততি
সবাই তো ভালো আছেন…”

দ্রব্যমূল্যের ঊধর্বগতির জন্যও সরকারকে দায়ী করেন রিজভী। তার
অভিযোগ, বাজারে ‘সিন্ডিকেট’ যারা করছে, সবই সরকারের লোক। যেদিনই বাণিজ্যমন্ত্রী
কথা বলছেন, সেদিনই জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে।

‘পরিকল্পিত আঁতাতের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ’ করা হচ্ছে মন্তব্য
করে রিজভী বলেন, “এখান থেকে তারা যে মুনাফা পাবেন- এটা ওবায়দুল কাদের সাহেবের
বাসায় যাবে, এটা হাছান মাহমুদ সাহেবের বাসায় যাবে,…।

“এজন্যই এত সব আয়োজন- এই যে মানুষকে শোষণ করে যে টাকা তারা অর্জন
করছেন, এই টাকাটা তারা যে লুটপাট করছেন, সেটাকে পূরণ করার জন্য গ্যাসের দাম বৃদ্ধি
করে নতুন করে মানুষের গলা কাটবে।”

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ পরিবেশ রক্ষা ফোরাম আয়োজিত এ
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি ডা. মাজহারুল আলমের সভাপতিত্বে ও রাশেদুল হকের সঞ্চালনায়
অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এবিএম ওবায়দুল
ইসলাম, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, পরিবেশ বিষয়ক সহসম্পাদক
কাজী রওনাকুল ইসলাম টিপু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‍ভুগোল ও পরিবেশ বিভাগের
অধ্যাপক নজরুল ইসলাম, সেইভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের শেখ ফরিদুল ইসলাম বক্তব্য দেন।