ক্যাটাগরি

দলে লড়াকু মানসিকতার অভাব দেখছেন ফ্লিক

উয়েফা নেশন্স লিগে শনিবার রাতে ‘এ’ লিগের তিন নম্বর গ্রুপের
ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। ৭০তম মিনিটে লরেন্সো পেল্লেগ্রিনির গোলে ইতালি এগিয়ে যাওয়ার
তিন মিনিট পর সমতা টানেন জসুয়া কিমিখ।

কাতার বিশ্বকাপের বাছাইপর্ব থেকে বাদ পড়া ইতালি চার দিন আগে
ফিনালিস্সিমা ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে বিধ্বস্ত হয় ৩-০ গোলে। ওই ম্যাচের একাদশ
থেকে ১০টি পরিবর্তন এনে জার্মানির বিপক্ষে দল সাজান রবের্তো মানচিনি। প্রথমার্ধে তাদের
খেলায় এর প্রভাব পড়লেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে উজ্জীবিত ফুটবল উপহার দেয় দলটি।

জয় না পাওয়ার হতাশা থাকলেও ফ্লিকের কোচিংয়ে অবশ্য এখনও অপরাজিতই
আছে জার্মানি। তার হাত ধরে প্রথম আট ম্যাচের সবকটিতে জয়ের পর দলটি এই নিয়ে টানা দুই
ম্যাচে ড্র করল।

তবে সব ছাপিয়ে ফ্লিকের কাছে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে রক্ষণে
তাদের শৃঙ্খলার অভাব। আগামী মঙ্গলবার পরের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে উন্নতির তাগিদ
দিলেন এই জার্মান কোচ।

“আমরা ম্যাচটি ভালোভাবে শুরু করেছিলাম। ১৫-২০ মিনিটের পর
আমরা পথ হারিয়ে ফেলি। ইতালি খুব ভালো খেলেছে। আমাদের মধ্যে জয়ের যথেষ্ট তাড়না ছিল না
এবং রক্ষণে দৃঢ়তার অভাব ছিল।”

“এই জায়গাগুলোয় আমাদের উন্নতি করতে হবে, যাতে আমরা (ইংল্যান্ডের
বিপক্ষে) মঙ্গলবার আরও ভালো খেলতে পারি। অনুশীলনে আমরা যা চর্চা করেছিলাম তা প্রয়োগ
করতে পারিনি এবং এটি যে প্রথমবার হলো তাও নয়।”

ফ্লিক মনে করেন, লড়াকু মানসিকতার অভাবেই ভুগেছে তার দল।

“ইতালি আমাদের ভাবনার চেয়ে অনেক বেশি গোছানো ছিল। তাই পিছিয়ে
পড়ার পরপরই সমতায় ফেরার ব্যাপারটা বেশ ভালো ছিল।”

“নেশন্স লিগে সবসময় খুব শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি
হতে হয়। আমাদের পারফরম্যান্স আজ অনেকটা নেতিবাচক ছিল, আমরা আরও ভালো করতে পারি এবং
অবশ্যই তা করতে হবে। সচরাচর আমরা যতটা নির্ভুল থাকি, আজ তার অভাব ছিল।”