গত বৃহস্পতিবার (২ জুন) ভোরে তুলাতলী নদীর উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের ইমামকাঠি গ্রামে বালুবোঝাই বাল্কহেডটি ডুবে যায়। ওই ঘটনার পর থেকে নিখোঁজ ছিলেন মিলন।
ডুবে যাওয়া বাল্কহেডটির ইঞ্জিনরুম থেকে শনিবার রাত ১০টার দিকে মিলনের লাশ উদ্ধার করা হয় বলে বাকেরগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন মিলন জানান।
২৩ বছর বয়সী এ যুবক উপজেলার গারুড়িয়া ইউনিয়নের হীরাধর গ্রামের কালাম মোল্লার ছোট ছেলে।
ঘটনার দিন বাল্কহেডে থাকা অপর তিন শ্রমিক সাঁতরে তীরে উঠতে পারে। পরে সুকানির নিখোঁজ থাকার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার সন্ধানে উদ্ধার অভিযান শুরু করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন,ফায়ার সার্ভিসের ডুবরিরা শুক্রবার পর্যন্ত মিলনের কোনো হদিস না পেয়ে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করে। পরে শনিবার আবার উদ্ধার অভিযানে নেমে বাল্কহেডের ভেতরে তল্লাশি চালালে ইঞ্জিন রুমে মিলনের লাশ মেলে।
তুলাতলী নদীতে নৌযান ডুবে সুকানি নিখোঁজ
তবে বাল্কহেডটি এখনও উদ্ধার করা যায়নি বলে এ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।
বরিশাল সদর নৌ-পুলিশের ওসি হাসনাত জামান বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় মিলনের লাশ ময়নাতদন্ত ছাড়াই তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।