ক্যাটাগরি

বিরোধের জেরে ভাইয়ের সঙ্গে বিতণ্ডা, হত্যার পর আত্মসমর্পণ

নলছিটি থানার ওসি আতাউর রহমান জানান, উপজেলার টিএ্যান্ডটি সড়কে রোববার ভোর ৫ টার দিকে এ ঘটনা ঘটে। এর এক ঘণ্টা পর মেহেদী হাসান তালুকদার নামের ওই ব্যক্তি থানায় আত্মসমর্পণ করেন।

মৃত মেশকাত হোসেন তালুকদার ওরফে শুনু (২৩) ওই এলাকার আমীর আলী তালুকদারের ছেলে।

৩২ বছর বয়সী মেহেদী মেশকাতের মেঝভাই।

ওসি বলেন, “পারিবারিক বিরোধ নিয়ে মেশকাতকের সঙ্গে মেহেদীর হাতাহাতি হয়। এক পর্যায় মেহেদী রেগে গিয়ে একটি লোহার পাইপ দিয়ে মেশকাতকে আঘাত করলে তিনি মাটিতে পড়ে যান।

“এ সময় মেশকাতকে তার বড় ভাই রুহুল আমিন উদ্ধার করে বরিশাল শেরেই বাংলা মেডিকেল কলেজ হাসপতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।”

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি আতাউর।