ক্যাটাগরি

শেরপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সোমবার রাত পৌনে
৮টার দিকে সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নে এ ঘটনা ঘটে বলে সদর থানার পরিদর্শক (তদন্ত)
বন্দে আলী জানান।

নিহত শওকত হোসেন
সলিমের (৪০) বাড়ি কামারেরচর ইউনিয়নের ডোবারচর এলাকায়। তিনি ডোবারচর বাজারের ওয়ালটন
শো-রুমের স্বত্বাধিকারী ছিলেন।

ওসি বন্দে আলী জানান,
জামালপুর থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন সলিম ও তার সহযোগী উজ্জ্বল মিয়া (২৪)। মোটরসাইকেল
চালাচ্ছিলেন উজ্জ্বল।

তারা চরপক্ষীমারী
ইউনিয়নের দিকপাড়া ব্যাঙের মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি
ট্রাক মোটরসাইকেলকে চাপা দেয়।

এতে ট্রাকের চাকায়
পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সলিম মারা যান। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উজ্জ্বলকে প্রথমে
শেরপুর সদর হাসপাতালে নেয়। পরে সেখান থেকে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো
হয়।

সেলিমের মরদেহ ময়নাতদন্তের
জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি।