ক্যাটাগরি

টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

পারিবারিক এই সফরে তার সঙ্গে ছিলেন ছোট বোন, বঙ্গবন্ধুর কনিষ্ঠ
কন্যা শেখ রেহানা।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানান হয়, মঙ্গলবার জাতির পিতার
সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর শেখ হাসিনা, শেখ রেহানা ও পরিবারের সদস্যদের সঙ্গে
দোয়া এবং মোনাজাতে অংশ নেন।

এ দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দাদী সায়েরা খাতুনের ৪৭তম
মৃত্যুবার্ষিকী। ছোটবোন এবং পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী
তার দাদা শেখ লুৎফর রহমান ও দাদী শেখ সায়েরা খাতুনের কবর জিয়ারত করেন। 

প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তাসহ যাবতীয়
প্রস্তুতি নিয়েছিল জেলা প্রশাসন।

প্রধানমন্ত্রীর প্রটোকল
অফিসার-১ মোহাম্মদ শামীম মুসফিক স্বাক্ষরিত গোপালগঞ্জের জেলা প্রশাসকের কাছে সোমবার
পাঠানো এক ফ্যাক্স বার্তায় সফরের বিষয়টি জানানো হয়।

তাতে বলা হয়, মঙ্গলবার
সকাল সাড়ে ১১টায় তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
তার ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে ঢাকা থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রা করবেন।

জোহরের
পর বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্স মসজিদে মিলাদ মাহফিলে যোগ দিয়ে  বিকেলে ঢাকার উদ্দেশে প্রধানমন্ত্রীর
টুঙ্গিপাড়া ছাড়ার কথা রয়েছে।