ক্যাটাগরি

শ্রীলঙ্কা সফরের শুরুতে কোচ ম্যাকডোনাল্ডকে পাচ্ছে না অস্ট্রেলিয়া

বুধবার টুইটারে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) জানায়, দল শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে মঙ্গলবার বিকালে ম্যাকডোনাল্ডের কোভিড পজিটিভ রিপোর্ট আসে।

এক সপ্তাহের আইসোলেশন শেষে তিনি দ্বীপ দেশটিতে যাবেন এবং দলের সঙ্গে যোগ দিবেন।

ছয় বছরের মধ্যে এই প্রথম শ্রীলঙ্কা সফর করছে অস্ট্রেলিয়া। আর এই সফর দিয়েই যাত্রা শুরু হতে যাচ্ছে কোচ ম্যাকডোনাল্ডের। গত মাসে জাস্টিন ল্যাঙ্গারের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি।

সফরে দুটি টেস্ট, পাঁচটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে তারা।

ম্যাকডোনাল্ডের জায়গায় কলম্বোয় আগামী ৭ জুন হতে যাওয়া প্রথম টি-টোয়েন্টিতে দলের দায়িত্ব সামলাবেন সহকারী কোচ মাইকেল ডি ভেনুতো।

ধারণা করা হচ্ছে, দ্বিতীয় ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দেবেন ম্যাকডোনাল্ড। ওই ম্যাচটি হবে ৮ জুন, কলম্বোতেই।