বৃহস্পতিবার বিকালে
উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নের কান্দি গ্রামের ব্যাপারী বাড়িতে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন
মনোহরগঞ্জ থানার নাথেরপেটুয়া পুলিশ ফাঁড়ির এসআই সুজয় কুমার মজুমদার।
নিহতরা হল ওই বাড়ির
মাসুদ আলমের ছেলে নাজমুল হাসান (১০) ও রিপন মিয়ার মেয়ে রিংকি আক্তার (১২)।
আহত শিশুর নাম মাইশা
আক্তার। তবে ওই নারীর নাম জানা যায়নি।
স্থানীয়রা জানান, ওই
বাড়ির এক নারী বার্ধক্যজনিত কারণে মুমূর্ষু অবস্থায় থাকায় তাকে দেখতে বিভিন্ন স্থান
থেকে স্বজন ও প্রতিবেশীরা আসেন বৃহস্পতিবার সকাল থেকে। বিকালে একতলা ওই বাড়ির ছাদে
কয়েকজন শিশু খেলাধুলা করতে যায়।
স্থানীয়দের বরাতে এসআই
সুজয় কুমার মজুমদার জানান, ছাদে ওঠা কয়েকজন শিশু গাছ থেকে আম পাড়তে গেলে ওই বাড়ির মাসুদ
আলমের ছেলে নাজমুল হাসান ছাদের উপরে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা
যায়; গুরুতর আহত হন এক নারী ও অন্য দুই শিশু।
“কুমিল্লা মেডিকেল
কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাদের। এরই মধ্যে সন্ধ্যার পর রিংকি
আক্তার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা মারা যায়।”
বিষয়টি তদন্ত করে দেখা
হচ্ছে।