শুক্রবার
রাত সাড়ে ১০টার দিকে রৌমারী ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার কাছে ঘটনাটি ঘটে।
১৪ বছর
বয়সী এই শিক্ষার্থী রৌমারী ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ বিভাগের ছাত্র।
তাকে রৌমারী
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ
হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রৌমারী
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার জাহাঙ্গীর আলম জানান, ছেলেটির
গলার সামনে ও পিছনে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। এতে তার শ্বাসনালী কেটে
গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত
শিক্ষার্থীর কয়েকজন সহপাঠী জানান, রাতে প্রস্রাব করতে গিয়ে আর্তনাদ শুনে বাইরে বের
হন তারা। মাদ্রাসার পাশেই নির্মাণাধীন একটি বহুতল ভবনের নিচে তাকে [আহত
শিক্ষার্থী] রক্তাক্ত অবস্থায় দেখতে পান।
তিনজন
অপরিচিত ব্যক্তি তার গলায় ছুরি চালিয়ে হত্যা চেষ্টা করছিল বলে তিনি সহপাঠীদের
জানান।
রৌমারী
ইসলামিয়া হাফিজিয়া মাদরাসার হাফেজ মাওলানা ইব্রাহীম খলিল জানান, “এই শিক্ষার্থী জামালপুরের
দেওয়ানগঞ্জ উপজেলার কাউনিয়ার চর সিলেটপাড়া মাদ্রাসায় পড়ত। গত ১২ মে আমাদের
প্রতিষ্ঠানে হেফজ বিভাগে ভর্তি হয়। কেন এই ধরনের ঘটনা ঘটল তা আমাদের বোধগম্য নয়।”
রৌমারী
থানার এসআই আনছার আলী জানান, এ ঘটনায় মাদ্রাসার পক্ষ থেকে একটি এজাহার দায়ের করা
হয়েছে। প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত করছে।