বৃহস্পতিবার দুপুরে
ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক মাসুদ পারভেজ এ দণ্ডাদেশ
দেন।
দণ্ডপ্রাপ্ত মঈন উদ্দিন
(৪২) জেলা সদরের কলেজপাড়ার ক্বারীমীয়া ক্বেরাতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক এবং
জেলার সরাইল উপজেলার আঁখিতারা গ্রামের সাদেকুল ইসলামের ছেলে।
মামলা বরাত দিয়ে
ব্রাহ্মণবাড়িয়ার আদালতের পরিদর্শক কাজী মো. দিদারুল আলম জানান, ২০১৮ সালের ১১ এবং
১৩ অগাস্ট দফায় দফায় কারীমীয়া কেরাতুল কোরান হাফিজিয়া মাদ্রাসার ছাত্র এবং সদর
উপজেলার রামরাইলের আব্দুল মালেক হাজারীর ছেলে মো. ইব্রাহিমকে শারীরিক নির্যাতন
করেন শিক্ষক মঈন উদ্দিন।
এ ঘটনায় ওই বছরের ২৯ অগাস্ট
ইব্রাহিমের মা হোসনে আরা বেগম বাদী হয়ে মঈন উদ্দীনের বিরুদ্ধে জ্যেষ্ঠ বিচারিক
হাকিম আদালতে মামলা করেন।
অভিযোগ প্রমাণিত হওয়ায়
বিচারক শিক্ষক মঈন উদ্দিনকে ছয় মাসের কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত শিক্ষক মঈন
উদ্দিনকে কারাগারে পাঠানো হয়েছে বলেন তিনি।