কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান জানান, রোববার গভীর রাতে উপজেলার আদমপুর ইউনিয়নের কেওয়ালীঘাট গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আব্দুল গফুর। তার বয়স ৬০ বছর।
ঘটনার পর থেকে তার ছেলে জহির মিয়া (২৮) পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে পুলিশ জানায়।
ওসি বলেন, গফুরের সঙ্গে তার ছেলে জহিরের পারিবারিক নানা বিষয় নিয়ে কলহ চলছিল। এর জেরে জহির তার বাবা ও মাকে রড দিয়ে আঘাত করে। পরে তাদের চিৎকারে অন্যরা এগিয়ে এলে জহির পালিয়ে যায়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য গফুর ও তার স্ত্রীকে মৌলভীবাজারে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।
পরে মৌলভীবাজার লাইফ লাইন প্রাইভেট হাসপাতালে নিয়ে যাওয়ার পর সোমবার ভোরের দিকে গফুর মারা যান বলে জানান ইয়ারদৌস।
তিনি বলেন, গফুরের স্ত্রীকে গুরুতর অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।